Blog

সরকারি ভাবে বিনা মূল্যে SEIP কোর্স করে নিজের স্কিল বৃদ্ধি করুন, প্রশিক্ষণ শেষে 100% উপস্থিতির ভিত্তিতে বৃত্তি সহ সরকারি সার্টিফিকেট।

SEIP – Skills for Employment Investment Program. যেটি বাংলাদেশের ছেলে মেয়েদের স্কিল কে বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে।

SEIP এর মাধ্যমে ৪ মাস মেয়াদি শর্ট কোর্স করানো হয়, এখানে নিদিষ্ট কাজের ওপরে আপনাকে ট্রেনিং দেওয়ানো হবে, এতে করে আপনি কর্ম ক্ষেত্রে একজন দক্ষ মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হবেন।

তার ই পেক্ষিতে আমরা হসপিটালিটি সেক্টরে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণ প্রদান করে থাকি। প্রশিক্ষণ গ্রহণের জন্য স্বশরীরে আবেদন পত্র জমা দেওয়ার জন্য আহবান করা হচ্ছে।

আবেদনের যোগ্যতাঃ এসএসসি পাসেই আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টঃ এসএসসি পাসের সার্টিফিকেটের ফটোকপি, এনআইডি’র ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি। সব গুলো ডকুমেন্ট অবশ্যই সত্যায়িত করতে হবে।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখঃ ৬ এপ্রিল ২০২৩ ইং।

আমাদের কোর্স সমুহঃ
▶️ফুড এন্ড বেভারেজ সার্ভিস
▶️ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন (কুকিং)
▶️হাউস কিপিং

যোগাযোগঃ স্কলারস হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউট,ঢাকার সিদ্বেশরীতে অবস্থিত স্কাই সিটি হোটেল এর একটি সহ প্রতিষ্ঠান।
যোগাযোগ : ৪৭,সিদ্বেশ্বরী সার্কুলার রোড মালিবাগ,ঢাকা।
মোবাইল: +৮৮০১৩১৩৩৬৮৩৬৯ ও ০১৮২৭১১১১৮৮